একটা ঝড় এসে মাঝে মাঝে
ভেঙে দিয়ে যায় আমার গোছানো মনটাকে
তারপর স্বপ্নের বুদবুদের মত পাড়ি দেয় অপ্রাপ্তির দেশে।
তোমার মায়াবী চোখের গভীরে
আমি তল খুঁজে পাই না....
শুধু রাতজাগা চোখদুটো নিষ্পলক হয়ে রয়।
কখনো ভেবে দেখেছো ভাঙতে ভাঙতে কিছু আর অবশিষ্ট আছে কি?
এইটুকু মায়াও তোমাকে স্পর্শ করে না!
আমার সীমাহীন সহ্যক্ষমতার সাক্ষী থাকে.....কোন এক বৃষ্টির দিন।
একবারও বুঝলে না ভাঙতে ভাঙতে আমি আজ নিথর মূর্তি....শুধু।
আমার অপরাধ আমি তোমাকে ভালোবাসি.....তাই বারবার ঝড়ে ভেঙেচুরে যাই।
ঐ আঘাতটুকুই আমার সুখ.......!
Tags:
বাংলা কবিতা
